কৃষি বিপণন অধিদপ্তরের ভবিষ্যত কম পরিকল্পনা
৹ কৃষকদের সহজে বাজারে প্রবেশাধিকার নিশ্চিত করা এবং পণ্য পরিবহনে সহায়তা প্রদানের নিমিত্তে প্রতি জেলায় এসেম্বল সেন্টার(বহুমুখী সুবিধা সম্বলিত কোল্ড ষ্টোরেজ /কুল চেম্বার সুবিধাসহ) নিমান এবং কুল চেইন সুবিধাসহ পরিবহন সুবিধা নিশ্চিত করা ।
৹ কৃষিপণ্যের ক্লাষ্টার চিহ্নিত সংশ্লিষ্ট কৃষক / উৎপাদকগণের সাথে উচ্চমূল্যের বাজার রপ্তানীকারকগণের সাথে বাজার সংযোগ স্থাপনের লক্ষ্যে ভ্যালু চেইন ও সাপ্লাই চেইন উন্নয়নের কাযকরী সহায়তা সেব প্রদান ।
৹ কৃষিপণ্যের ন্যাযমূল্য প্রাপ্তি ও কৃষকদের দর কষাকষির সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে কৃষক/ উৎপাদকগণের সমন্বয়ে দল / সমিতি গঠন, দল ভিত্তিক বিপণন ব্যবস্থা শক্তিশালী করার পদক্ষেপ গ্রহণ করা ।
৹ কৃষক/ উৎপাদকগণের নিকট বাজার তথ্যের সহজপ্রাপ্যতা নিশ্চিত করার নিমিত্তে বাজার তথ্য সংগ্রহ ও প্রচার ব্যবস্থা আরো শক্তিশালী করণের লক্ষ্যে ঢাকাসহ দেশের গুরুত্বপূণ বিভিন্ন বাজারে ডিসপ্লে -বোড স্থাপন করা ।
৹ মোবাইল ভিত্তিক তথ্য সংগ্রহ ও প্রচার বিশেষ করে পুশ পুল সিষ্টেম চালু করার পদক্ষেপ গ্রহণ করা
৹ কৃষিপণ্যের কতোনোত্তর ক্ষতি হ্রাসকরণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করাসহ মূল্য সংযোজন বৃদ্ধির নিমিত্তে ক্ষুদ্র উদ্যোক্তা পযায়ে প্রক্রিয়াজাতকরণ সুবিধা সম্প্রসারণের লক্ষ্যে ঋণ সুবিধা প্রদান,পণ্যের ব্রান্ডিং,মোড়কিকরণ,সাটিফিকেশন ইত্যাদি বিষয়ে প্রয়োজনীয় সহায়তা প্রদান ।
৹ বিদ্যমান শস্য গুদাম ঋণ কাযক্রম আরো সম্প্রসারণ করা ।
৹ কৃষি ব্যবসা উন্নয়ন ও সম্প্রসারণের লক্ষ্যে উদ্যোক্তা উন্নয়ন ঋণ সহায়তা প্রদান এবং কারিগরী ও বিপণন সহায়তা প্রদানের পদক্ষেপ গ্রহণ ।
৹ কৃষিপণ্যের রপ্তানী সহায়তাকরণের প্রয়োজনীয় কারীগরী সহায়তা ও অবকাঠামো স্থাপন করা ।
৹ বিভিন্ন বিপণন সহায়তা সেবা (যেমন-দামের পূবভাস প্রদান,বাজার চাহিদা যোগান ইত্যাদি) প্রদানে অধিদপ্তরের কারিগরী দক্ষতা উন্নয়নে পদক্ষেপ গ্রহণ করা ।
৹ অন লাইনে কৃষিপণ্য বিপণনের জন্য ই-কৃষি বাজার ব্যবস্থা উন্নয়নে পদক্ষেপ গ্রহণ করা
সহজে বাজারে প্রবেশাধিকার নিশ্চিত করা এবং পণ্য পরিবহনে সহায়তা প্রদানের নিমিত্তে প্রতি জেলায় এসেম্বল সেন্টার(বহুমুখী সুবিধা সম্বলিত কোল্ড ষ্টোরেজ /কুল চেম্বার সুবিধাসহ) নিমান এবং কুল চেইন সুবিধাসহ পরিবহন সুবিধা নিশ্চিত করা ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS