Project Name
Flower Marketing Strengthening Project through Market Infrastructure, Storage and Transportation Facilities.
Details
Bangladesh is a major agricultural country. In order to increase agricultural production, 18 (seventeen) agencies under the Ministry of Agriculture are working to implement various supportive activities related to marketing of agricultural products. Among them, the Department of Agricultural Marketing, as a government agency, is implementing countermeasures to ensure that farmers get a fair price for their produce and at a reasonable price for the consumer.
label.Details.title
Bangladesh is a major agricultural country. In order to increase agricultural production, 18 (seventeen) agencies under the Ministry of Agriculture are working to implement various supportive activities related to marketing of agricultural products. Among them, the Department of Agricultural Marketing, as a government agency, is implementing countermeasures to ensure that farmers get a fair price for their produce and at a reasonable price for the consumer.
Job description
বাজার অবকাঠামো, সংরক্ষণ ও পরিবহন সুবিধার মাধ্যমে ফুল বিপণন ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্পের উদ্দেশ্যঃ
১. প্রকল্প এলাকায় বিপণন সেবা সম্প্রাসরণ এবং খামারের সাথে সরাসরি বাজার সংযোগ সৃষ্টির মাধ্যমে কৃষকদের ন্যায্য মূল্য প্রাপ্তি সহায়তাকরণ ও আয়বৃদ্ধি।
২. ফুলের ভ্যালু চেইন এবং সাপ্লাই চেইন ব্যবস্থার উন্নয়ন।
৩. ফুলের বিপণন ও সংরক্ষন ব্যবস্থা সম্প্রাসরনের নিমিত্ত অবকাঠামো সুবিধা স্থাপন করে আধুনিক এবং টেকসই বাজার সংযোগ বিস্তার।
৪. বাজার ভিত্তিক কৃষক দল গঠন করে বিপণন সক্ষমতা বৃদ্ধি।
৫. প্রশিক্ষণ ,প্রনোদনা এবং অন্যান্য প্রচারমূলক কার্যক্রমের মাধ্যমে ফুলের কর্ত্তনোত্তর ক্ষয়ক্ষতি এবং বিপণন ব্যয় হ্রাস।
বাজার অবকাঠামো, সংরক্ষণ ও পরিবহন সুবিধার মাধ্যমে ফুল বিপণন ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্পের আউট পুট (Out put):
১. গৃহ পর্যায়ে স্বল্পমূল্যের প্যাকেজিং এবং প্রক্রিয়াজাত প্রযুক্তি,ফুলে এবং ফুলের চারা সংরক্ষন বিষয়ে ৫৪০ জন কৃষক,ব্যবসায়ী,রপ্তানিকারক,প্রক্রিয়াজাতকারী ইত্যাদি এবং ৫০ জন কৃষি বিপণন অধিদপ্তরের কর্মকর্তাকে প্রশিক্ষিত করা হবে।
২. উৎপাদক পর্যায়ে স্বল্প খরচে কর্তনোত্তর ফুলের ব্যবস্থাপনা এবং বাজারজাতকরন পদ্ধতি বিস্তার।
৩. প্রকল্প,চলাকালীন সময় শেষে কৃষকদের আয় বৃদ্ধি এবং কর্তনোত্তর ক্ষতি ৩০% হ্রাস।
৪.প্রকল্প এলাকায় বিশেষ করে মহিলাদের কাজের সুযোগ বৃদ্ধি।
৫.গৃহ পর্যায়ে প্যাকেজিং প্রক্রিয়াজাত করন এবং সংরক্ষন ব্যবস্থার মাধ্যমে ফুল মৌসুমে কৃষকদের আপদকালীন বিক্রয় থেকে সুরক্ষা প্রদান।
৬.জাতীয় ও আর্ন্তজাতিক বাজারে উৎকৃষ্ট মানের ফুলের সরবরাহ বৃদ্ধি।
৭.ফুলের উৎপাদনশীল এলাকায় মান সম্মত একত্রীকরণ সুবিধা,কুলচেইন এবং সংরক্ষন সুবিধা বৃদ্ধি।
৮.ফুল রপ্তানির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিশ্চিত করা।
৯.কৃষি বিপণন অধিদপ্তরে ওয়েব সাইটের মাধ্যমে প্রকল্প এলাকায় বিভিন্ন বাজার থেকে ফুলের মূল্য এবং অন্যান্য কৃষি পণ্যের মূল্য সংগ্রহ।
এসেম্বল সেন্টার নির্মাণের উদ্দেশ্যঃ
১.স্থানীয় কৃষকদের সাথে বাজারের স্থাপন এবং বিপণন সেবা সম্প্রাসারণের মাধ্যমে কৃষকের পণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তি সহায়তা করা।
২.দলভুক্ত কৃষকদের প্রশিক্ষণ প্রধানের মাধ্যমে কৃষি পণ্যের বিপণন ব্যয় এবং সংগ্রহোত্তর অপচয় হ্রাস করা।
৩.কৃষি পণ্য বিপণনে কৃষক ও ব্যবসায়ীদের সরাসরি অংশগ্রহণের সুযোগ সৃষ্টি,কৃষি পণ্যের ন্যায্য মূল্য প্রাপ্তিতে সহয়তাকরণ এবং সুষ্ঠ বাজারজাত করণের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধি ও জীবন মান উন্নয়নের সহয়তা করা।
৪.এসেম্বল সেন্টারে বিদ্যমান বিভিন্ন সেবা যথাঃ ওয়াশিং সুবিধা,প্যাকেজিং স্পেস লোডিং আনলোডিং স্পেস(RAMP) ইত্যাদি সুষ্ঠভাবে ব্যবহারের নিশ্চয়তা দক্ষতা বৃদ্ধি করা।
৫.নির্মিত টয়লেটসমূহ সুষ্ঠভাবে পরিচালনার পরিবেশের ভারসাম্য বজায় রাখা।
৬।বাজারে নির্মিত ওপেন স্পেসে কৃষকদের নিজেস্ব পণ্যাদি বিক্রি নিশ্চিতকরণসহ সংশিষ্ট সকলের ব্যবহারের জন্য উম্মুক্ত রাখা।
এসেম্বল সেন্টার ব্যহারের সুবিধাঃ
১.কৃষিপণ্যের অধিক মূল্য প্রাপ্তির সুবিধার্থে সটিং গেডিং এর সুবিধা বিদ্যমান।
২.কৃষি পণ্যের কর্তনোত্তর ক্ষতি কমানোর লক্ষ্যে প্যাকেজিং স্পেস সুবিধা বিদ্যমান।
৩.পণ্য ওজন করার জন্য পরিমাপক স্কেল ব্যবহার সুবিধা বিদ্যমান।
৪.কৃষকদের উৎপাদিত শাক সবজি/ফলমুল/মশলা/ফুল ইত্যাদি কৃষিপণ্য পরিস্কার-পরিছন্ন করার জন্য শেডর অভ্যন্তরে পানি সরবরাহ সম্বলিত ওয়াশিং সুবিধা বিদ্যমান।
৫.পণ্য ট্রাকে বা অন্য যে কন পরিবহনের উঠা-নামা করার লোডিং-আনলোডিং স্পেস (RAM) বিদ্যমান।
৬.স্বাথ্য সম্মত পয়ঃনিস্কাশন ব্যবস্থা আছে।
৭.কমবেশি ১২০বর্গফুট বিশিষ্ট প্রয়োজনীয় আসবার পত্রসহ অফিস কক্ষের ব্যবস্থা আছে।