কৃষি বিপণন অধিদপ্তরের উল্লেখযোগ্য কাযক্রম
৹ সকল কৃষিপণ্যের কৃষকপ্রাপ্ত,পাইকারী ও খুচরা বাজার দর সরবরাহ ,চলাচল ও মজুদের তথ্য দৈনিক ও সাপ্তাহিক ভিত্তিতে সংগ্রহ করা এবং বুলেটিনের মাধ্যমে তা বেতার ও দৈনিক পত্রিকায় কৃষক ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সকলের জন্য প্রচার করা ।
৹ কৃষিপণ্যের বাজারদর নিয়মিতভাবে মনিটরিং করা এবং বাজারদরের হ্রাস বৃদ্ধির কারণ চিহ্নিত করে তা স্থিতিশীল করার জন্য সরকারকে পরামশ প্রদান করা ।
৹ ব্যবসায়ী এবং পরিবহন সংস্থার সহযোগিতায় কৃষিপণ্য বিশেষ করে পঁচনশীল কৃষিপণ্য উদ্ধৃত এলাকা হতে ঘাটতি এলাকায় প্রেরনের জন্য সংগঠিত করা ।
৹ কৃষকদের উৎপাদিত পণ্য নতুন/ নিবিড় উৎপাদন এলাকায় পরিবহন এবং বিক্রয়ের জন্য সংগঠিত করা
৹ ১৯৬৪ সালের(১৯৮৫ সংশোধিত)কৃষিপণ্য বাজার নিয়ন্ক্রণ আইনের যথাযথ প্রয়োগ ।
৹ কৃষিপণ্যের সুষ্ট বিপণনের জন্য বিপণন ব্যয় , ব্যবসায়ীদের লভ্যাংশ ইত্যাদি বিষয়ে গবেষণা / সমীক্ষা পরিচালনার মাধ্যম বিপণন সমস্যা চিহ্নিত করা এবং বিপণন ব্যবস্থার উন্নয়ন ও বিপণন ব্যয় হ্রাসের পদক্ষেপ গ্রহনের জন্য পরামশ প্রদান করা ।
৹ দেশের গুরুত্বপূণ কৃষিপণ্যের পাইকারী বাজারসমূহের পযাপ্ত আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত বাজার অবকাঠামো নিমান করা ।
৹ চামড়া রপ্তানীর মাধ্যমে পযাপ্ত / কাঙ্খিত বৈদেশিক আয়ের জন্য চামড়া ছাড়ানো,শোধন এবং সংরক্ষণের ক্ষেত্রে সম্প্রসারণ কাযক্রম পরিচালনা করা ।
৹ কৃষিপণ্যের উৎপাদনের লক্ষ্যমাত্রা নিধারণ, ফসল সংগ্রহ এবং প্রধান প্রধান ফসলের সরকার কতৃক সংগ্রহ মূল্য(সাপোট প্রাইস) , আমদানী রপ্তানী নীতি নিধারনে সরকারকে পরামশ প্রদান করা ।
৹ কৃষিপণ্যের আন্তজাতিক বাজারদর পরিবীক্ষণ করা এবং আমদানী রপ্তানী নীতি প্রণয়নে ও পরিমাজনে সহায়তা করা ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS