Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ:

 কৃষি বিপণন অধিদপ্তর,জেলা মাকেটিং অফিস,চুয়াডাঙ্গাতে তিন তলা বিশিষ্ট একটি ভবন নিমাণ করা হয়েছে যা অফিস কাম প্রশিক্ষণ কেন্দ্র হিসাবে ব্যবহার হচ্ছে (নীচ তলাতে ৮০-১০০ জন প্রশিক্ষণের ব্যবস্থা আছে, ৩য় তলাতে ১২ আসন বিশিষ্ট রেষ্ট হাউজ আছে) এ ছাড়া জেলার ভালাইপুর  ও আলমডাঙ্গা বাজারে একটি করে এস্মেল সেন্টার নিমাণ করা হয় সেখানে কৃষক ও ব্যবসায়ীগণ মালামাল রেখে ক্রয় বিক্রয়ের সুবিধা ভোগ করছেন ও ভোক্তা সাধারণের সুবিধার জন্য চুয়াডাঙ্গা বড় বাজারে ০২টি ডিজিটাল স্কেল স্থাপন করা হয়েছে । এছাড়া মাকেটিং লাইসেন্স নতুন ও নবায়ন ইস্যু করে ২০১৫ সালে রাজস্ব আয় হয় = ১,৫৯,৯০০/-টাকা ,২০১৬ সালে = ২,৭৫,১২০/-টাকা,২০১৭ সালে = ১,৮৮,৯০০/-টাকা রাজস্ব আদায় হয় ।