Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চাটার

কৃষি বিপণন অধিদপ্তর,কৃষি পণ্যের বাজার তথ্য,গবেষণা,মাকেট রেগুলেশন ও বাজার সম্প্রসারণ কাযক্রম দ্বারা বিপণন ব্যবস্থাপনার উন্নয়ন ও বাস্তবায়নে কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য প্রাপ্তিতে সহায়তা ও ভোক্তাসেবা প্রদানের মাধ্যমে আথ- সামাজিক উন্নয়নে প্রতশ্ত্রিতিবদ্ধ ।

 

জেলা মাকেটিং অফিস চুয়াডাঙ্গা  থেকে আপনি নিম্নবণিত সেবাগুলো পেতে পারেন

 

বাজারদর তথ্যঃ জেলা সদর বাজারের প্রধান প্রধান কৃষিজাত ভোগ্যপণ্যের খুচরা ও পাইকারী দৈনিক বাজার দর -কখন ও কিভাবে পাবেন  - অফিস কাযদিবসে দুপুর ১২ টা  থেকে বিকেল ৪টার মধ্যে জানতে পারবেন ।

বাজার নিয়ন্ত্রণ সংক্রান্তঃ কৃষিপণ্য বাজার নিয়ন্ত্রণ আইনের আওতায় সকল প্রজ্ঞাপিতবাজারের কৃষিপণ্যের বাজার কারবারীদের নতুন লাইসেন্স গ্রহণ ও নবারন--কখন ও কিভাবে পাবেন - আবেদন পত্র প্রাপ্তির পর ০৫ কাযদিবসের মধ্যে । 

৹ ওয়েব সাইটের মাধ্যমে কৃষিজাত পণ্যের মূল্য ও বিপণন সংক্রান্ত তথ্য সেবা --কখন ও কিভাবে পাবেন -www.dam.gob.bd   ওয়েব সাইটের তথ্য  ভান্ডার থেকে যে কেহ কৃষি পণ্যের বিপণন সংক্রান্ত তথ্য জানতে পারেন ।